মস্কো : 'কিভের সরকার ফেলে ক্ষমতা দখল করুন' ইউক্রেনের সেনাকে বার্তা দিলেন ভ্লাদিমির পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের সেনার উদ্দেশে বলেন, 'জঙ্গি', 'মাদকাসক্ত', 'নব্য নাজি' সরকারকে উৎখাত করুন আপনারা। সংবাদসংস্থা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনের রাজধানী কিভের বিমানবন্দরে দখল নিল রুশ সেনা, খবর সূত্রের। যার জেরে পশ্চিমের দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল ইউক্রেন। আকাশপথে যুদ্ধবিমানের হামলা। সড়কপথে ট্যাঙ্কের গর্জন। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে মরিয়া রাশিয়া ক্রমশ আক্রমণের রেশ বাড়িয়েছে। অপরদিকে, ধারেভারে বহু পিছিয়ে থাকলেও, প্রাণপণ লড়াই করছে ইউক্রেন সেনাও।


ইউক্রেন সীমান্তের একাধিক জায়গা দিয়ে রাশিয়ার সাঁড়াশি আক্রমণের জেরে ২দিনেই কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন। কিভের পতন সময়ের অপেক্ষা কি না সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছেন কিভের মেয়র। তাঁদের বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়েছে। যে কোনও সময় রুশ সেনা শহরে পৌঁছে যেতে পারে, সেই জন্য চলছে মকড্রিল। এর মাঝেই রোমানিয়ার জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া, কৃষ্ণসাগরে রোমানিয়ার জাহাজে হামলা চালাল রাশিয়া। ন্যাটোর সদস্য দেশ রোমানিয়া। ‘ন্যাটো সদস্য দেশের ওপর হামলা চালাচ্ছে ভয়ঙ্কর পরিণতি’, কালই হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাস্তবে যুদ্ধের কোনও পদক্ষেপ আমেরিকা বা ন্যাটোর তরফে দেখা যায়নি।






ইউক্রেন সরকার জানিয়েছে, রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত তাঁদের ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন। ইতিমধ্যে চেরনোবিলের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দখল নিয়েছে রুশ প্যারাট্যুপাররা। ইউক্রেনের মেলিটোপল বিমানঘাঁটির দখলও নেওয়া হয়েছে বলে দাবি মস্কোর। তাদের দাবি, এখনও পর্যন্ত ইউক্রেনের ২৪৩ জন সেনা ও একটি মেরিন ব্রিগেড আত্মসমর্পণ করেছে। ইউক্রেনের ১১৮টি সামরিক পরিকাঠামো ধ্বংস করা হয়েছে।