কিভ: প্রায় দুই মাস হতে চলল, এখনও থামার লক্ষ্মণ নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। উত্তর অংশ থেকে সরে এলেও দক্ষিণ ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পুতিনের বাহিনী। 


লভিভ (Lviv) থেকে খারকিভ (KharKiv)-সর্বত্র পরপর মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। লাভিভের ঘন জনবসতিপূর্ণ এলাকায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের। লাভিভে গ্যারেজ ও টায়ারের কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনা। সেই হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেনের (Ukraine)। ওই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। বিস্ফোরণের পর, আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।


মারিউপুলে বার্তা:
সম্প্রতি মারিউপলে (Mariupol) রাশিয়ার সেনার বিরুদ্ধে লড়া ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র নামিয়ে রাখার বার্তা দিয়েছে রুশ সেনাবাহিনী (Russian Army)। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে তারা মারিউপুলের দখল নিয়েছে। যদিও সেই বিষয়ে নির্দিষ্ট করে এখনও কোনও খবর জানা যায়নি। 


ডনেৎস্ক-লুহান্সকে জোর লড়াই:
গোড়া থেকে ডনবাস (Donbas) এলাকা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে টানাপড়েন ছিল। ডনেৎস্ক-লুহান্সক নিয়ে তৈরি ডনবাস এলাকায় রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে এসেছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে সেখানে সরাসরি লড়াইয়ে নেমেছে রুশ সেনাবাহিনী। এবার সেখানেই নিজেদের যাবতীয় শক্তি প্রয়োগ করছে রাশিয়া। কিভ থেকে সরে এসে  ডনেৎস্ক-লুহান্সক এবং খারকিভ (Kharkiv) ফ্রন্টে হামলা চালাচ্ছে রাশিয়া। জানানো হয়েছে ইউক্রেনের তরফে। পূর্ব ইউক্রেনে (East Ukraine) রাশিয়া ক্রমশ হামলার অভিঘাত বৃদ্ধি করছে বলে দাবি করেছে ইউক্রেন সেনা। 


বুচার পরে সম্মান?
ইউক্রেনের শহর বুচায় (Bucha) নারকীয় হত্যাকাণ্ড চালানোর অভিযোগ উঠেছিল রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযোগের তির উঠেছিল রাশিয়ার ৬৪ মোটর রাইফেল ব্রিগেডের বিরুদ্ধে। ডিক্রি জারি করে সেই ব্রিগেডকেই সোমবার সম্মানে ভূষিত করেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


আরও পড়ুন: রুশ হামলায় ২০৫জন শিশুর মৃত্যু, আহত সাড়ে ৩০০-র বেশি, দাবি ইউক্রেনের