করাচি: কৃষ্ণসার হত্যা মামলায় সলমন খানের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা নিয়ে মন্তব্য করতে গিয়ে ধর্মীয় তাস খেললেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, ‘সলমন খান সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই তাঁকে সাজা দেওয়া হল। ২০ বছরের পুরনো মামলায় তাঁর সাজার ঘটনা দেখিয়ে দিল, ভারতে মুসলিম, অস্পৃশ্য ও খ্রিস্টানদের জীবনের মূল্য নেই। সলমন যদি ভারতের শাসক দলের ধর্মের মানুষ হতেন, তাহলে হয়তো তাঁকে এই ধরনের কঠোর সাজা দেওয়া হত না। আদালত হয়তো তাঁকে ক্ষমা করে দিত।’
১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় আজ যোধপুর আদালত সলমনের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। তাঁর ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। একই মামলায় তব্বু, সইফ আলি খান, সোনালী বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস করেছে আদালত।
জয়া বচ্চন, সুভাষ ঘাই, অর্জুন রামপালের মতো অনেকেই মনে করছেন, সলমনের সাজা একটু বেশিই কঠোর হয়ে গিয়েছে। তবে পাক বিদেশমন্ত্রী সলমনের সাজা নিয়েও ভারতের বিরুদ্ধে আক্রমণ শানানোর লক্ষ্যে ধর্মের কথা উল্লেখ করলেন।
সংখ্যালঘু বলেই সলমনের সাজা হল, দাবি পাক বিদেশমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Apr 2018 10:12 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -