নয়াদিল্লি: চিন নয়, করোনায় এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের নাম আমেরিকা। তিন লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মার্কিন মুলুকে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ।
আর সেই দেশেই নাকি ‘পাম সানডে’ উপলক্ষ্যে বড়সড় জমায়েত!অন্তত এক হাজার মানুষের! লকডাউনের তোয়াক্কা না করে।
এমনই কাণ্ডের সাক্ষী রইল আমেরিকার লুইসিয়ানার ব্যাটন রুজের একটি গির্জা। সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে সেখানে পালিত হল ‘পাম সানডে’।
ইস্টারের আগের রবিবার পবিত্র ‘পাম সানডে’ হিসাবে পালন করে থাকেন খ্রীস্টান ধর্মাবলম্বীরা। লুইসিয়ানার প্রধান যাজক টোনি স্পেল জানিয়েছেন, ঈশ্বরের ইচ্ছাতেই তাঁরা নিয়ম ভাঙছেন!
অথচ করোনার ভয়াবহ ছবি ধরা পড়েছে লুইসিয়ানায়। শনিবার পর্যন্ত সেখানে মারণ ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ৪০৯। আমেরিকার বেশিরভাগ গির্জাই পাম সানডে উপলক্ষ্যে অনলাইনে প্রার্থনার ব্যবস্থা করেছে। তবে ব্যাটন রুজের ‘সলিড রক’ গির্জার মতোই পাম সানডে-তে খোলা রাখা হয়েছিল মার্কিন মুলুকের বেশ কিছু গির্জা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এরই মধ্যে টেক্সাসের লোন স্টার ব্যাপটিস্ট চার্চের পাদ্রী কেরি বার্টন বলেছেন, ‘শয়তান চাইছে আমরা যাতে সকলে বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমাদের একসঙ্গে প্রার্থনা আটকাতে চাইছে। তবে ওকে আমরা জিততে দেব না।’ তিনি এ নিয়ে ফেসবুকেও পোস্ট করেন। যা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে।
আমেরিকায় করোনার ভয়াবহতা নিয়ে শঙ্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শনিবারই তিনি জানিয়েছেন যে, অনেক বাড়তে পারে মৃতের সংখ্যা।
লকডাউনের পরোয়া না করে গির্জায় জমায়েত, মার্কিন পাদ্রীর যুক্তি, শয়তান চাইছে সকলকে আলাদা করে দিতে, ঈশ্বরের ইচ্ছাতেই নিয়মভঙ্গ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2020 01:30 PM (IST)
ইস্টারের আগের রবিবার পবিত্র ‘পাম সানডে’ হিসাবে পালন করে থাকেন খ্রীস্টান ধর্মাবলম্বীরা। লুইসিয়ানার প্রধান যাজক টোনি স্পেল জানিয়েছেন, ঈশ্বরের ইচ্ছাতেই তাঁরা নিয়ম ভাঙছেন!
Natasha Munteanu from Moldavia, holds her son Matteo, 3, as they light candles in tribute to the victims of a deadly attack, during a mass at the Saint Nicolas Orthodox church in Nice, southern France, Sunday, July 17, 2016. French authorities detained two more people Sunday in the investigation into the Bastille Day truck attack on the Mediterranean city of Nice that killed at least 84 people, as authorities try to determine whether the slain attacker was a committed religious extremist or just a very angry man. (AP Photo/Luca Bruno)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -