লন্ডন: হাসপাতালে ভর্তি করা হল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। দিনকয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ। ১০ দিন আগে দেখা যায়, প্রধানমন্ত্রী করোনা পজিটিভ, এই ক’দিন তাঁর রোগের লক্ষণ একটুও কমেনি। তাই চিকিৎসকের পরামর্শমত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ৫৫ বছরের জনসন দিনদশেক আগে জানান, তিনি করোনা পজিটিভ। তখন থেকে কোয়ারান্টাইনে আছেন তিনি, বাড়ি থেকেই সারছিলেন কাজকর্ম। কিন্তু এর মধ্যে তাঁর রোগের লক্ষণ একইরকম রয়েছে, ফলে চিকিৎসকরা আর ঝুঁকি নিতে চাননি।
ইংল্য়ান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা থেকে সুরক্ষিত রাখা নিয়ে অল্পদিন আগে টেলিভিশনে একটি বার্তা দিয়েছেন। এরপরই জনসনের হাসপাতালে ভর্তির খবর এল। গতকাল পর্যন্ত, ব্রিটেনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯৪৩ জন, অসুস্থ ৪৭,৮০৬ জন। রবিবারই শুধু করোনায় প্রাণ হারিয়েছেন ৬২১ জন, জানাচ্ছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গিনী ক্যারি সাইমন্ডস অন্তঃসত্ত্বা, তিনি জানিয়েছেন, তাঁর মধ্যেও করোনার লক্ষণ দেখা দিয়েছে।
জনসনের অনুপস্থিতিতে সরকারের কাজকর্ম সামলাবেন বিদেশ সচিব ডমিনিক রাব।
ভুগছেন করোনায়, হাসপাতালে ভর্তি করতে হল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2020 09:13 AM (IST)
ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গিনী ক্যারি সাইমন্ডস অন্তঃসত্ত্বা, তিনি জানিয়েছেন, তাঁর মধ্যেও করোনার লক্ষণ দেখা দিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -