যোগাভ্যাসকে খেলাধুলার স্বীকৃতি দিয়েছে সৌদি সরকার, দাবি
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2017 09:38 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: সৌদি আরবের সরকার যোগাভ্যাসকে খেলাধুলার স্বীকৃতি দিয়েছে। ফেসবুক পোস্টে দাবি করেছেন সে দেশে আরব যোগা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নওফ মারওয়াই। তাঁর ১২ নভেম্বরের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, যোগার আক্ষরিক অর্থ হল মিলন। ব্যক্তির সঙ্গে তাঁর মঙ্গল, শরীরের সঙ্গে মনের, আবেগ, অনুভূতি ও আত্মার, দেশের সঙ্গে বিশ্বের। অবশেষে তা এল সৌদির সাগরতটে। যোগা মৌলবাদ, কট্টরপন্থী আদর্শের সীমা ছাপিয়ে গিয়েছে।
ভারত ও অন্যত্র যোগাভ্যাসের জন্য বেশ কয়েকজন মুসলিমকে তাঁদের সম্প্রদায়ের নেতাদের বিরাগভাজন হতে হয়েছে। যোগাকে 'ইসলাম-বিরোধী' তকমা দিয়েছে কট্টরপন্থী মৌলবাদীরা। তাদের ফতোয়া, মুসলিম হয়ে যোগচর্চা করা যাবে না। গত সপ্তাহেই রাফিয়া নাজ নামে রাঁচির এক যোগা শিক্ষিকাকে নিজের সম্প্রদায়ের মধ্যেই রোষের মুখে পড়তে হয়েছে। তাঁকে হুমকি দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে তাঁর বাড়িতেও। ঠিক তখনই সৌদি আরবে স্বীকৃতি পেল যোগা।
তিনি এও লিখেছেন, সৌদিতে যোগাভ্যাস শুরু থেকেই চড়াই-উতরাইয়ের মধ্যে পড়েছে। আমাকে ঈশ্বর বাধা, বিপদ, প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের শক্তি দিয়েছেন। ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, প্রয়োজনের সময় সাহস জুগিয়েছেন আমাকে। আজ সেই দিনটা অবশেষে এল। যোগাভ্যাসকে আর বিপথগামী আচরণ বলে খারাপ নজরে দেখা হবে না। যোগাভ্যাসকে ভারত সরকার ও ভারতীয় দূতাবাস অকুণ্ঠ সমর্থন করায় তাদেরও ধন্যবাদ দিয়েছেন মারওয়াই।
প্রসঙ্গত, ভারতে যোগার প্রচার, প্রসারে লাগাতার সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার। ২১ জুনকে আন্তর্জাতিক যোগদিবস ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জও।
নয়াদিল্লি: সৌদি আরবের সরকার যোগাভ্যাসকে খেলাধুলার স্বীকৃতি দিয়েছে। ফেসবুক পোস্টে দাবি করেছেন সে দেশে আরব যোগা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নওফ মারওয়াই। তাঁর ১২ নভেম্বরের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, যোগার আক্ষরিক অর্থ হল মিলন। ব্যক্তির সঙ্গে তাঁর মঙ্গল, শরীরের সঙ্গে মনের, আবেগ, অনুভূতি ও আত্মার, দেশের সঙ্গে বিশ্বের। অবশেষে তা এল সৌদির সাগরতটে। যোগা মৌলবাদ, কট্টরপন্থী আদর্শের সীমা ছাপিয়ে গিয়েছে।
ভারত ও অন্যত্র যোগাভ্যাসের জন্য বেশ কয়েকজন মুসলিমকে তাঁদের সম্প্রদায়ের নেতাদের বিরাগভাজন হতে হয়েছে। যোগাকে 'ইসলাম-বিরোধী' তকমা দিয়েছে কট্টরপন্থী মৌলবাদীরা। তাদের ফতোয়া, মুসলিম হয়ে যোগচর্চা করা যাবে না। গত সপ্তাহেই রাফিয়া নাজ নামে রাঁচির এক যোগা শিক্ষিকাকে নিজের সম্প্রদায়ের মধ্যেই রোষের মুখে পড়তে হয়েছে। তাঁকে হুমকি দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে তাঁর বাড়িতেও। ঠিক তখনই সৌদি আরবে স্বীকৃতি পেল যোগা।
তিনি এও লিখেছেন, সৌদিতে যোগাভ্যাস শুরু থেকেই চড়াই-উতরাইয়ের মধ্যে পড়েছে। আমাকে ঈশ্বর বাধা, বিপদ, প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের শক্তি দিয়েছেন। ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, প্রয়োজনের সময় সাহস জুগিয়েছেন আমাকে। আজ সেই দিনটা অবশেষে এল। যোগাভ্যাসকে আর বিপথগামী আচরণ বলে খারাপ নজরে দেখা হবে না। যোগাভ্যাসকে ভারত সরকার ও ভারতীয় দূতাবাস অকুণ্ঠ সমর্থন করায় তাদেরও ধন্যবাদ দিয়েছেন মারওয়াই।
প্রসঙ্গত, ভারতে যোগার প্রচার, প্রসারে লাগাতার সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকার। ২১ জুনকে আন্তর্জাতিক যোগদিবস ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জও।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -