হিউস্টন:  প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লু বুশের বিরুদ্ধে অশালীন ভাবে পিছন থেকে জাপটে ধরার অভিযোগে এবার সরব হলেন আরেক মহিলা। রোজলিন করিগ্যান নামের সেই মহিলা টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ঘটনাটি ২০০৩ সালের। সেসময় তাঁর বয়স ছিল ১৬। একটি ছবি তোলার জন্যে তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পাশে দাঁড়ান। অনুষ্ঠানটি সিআইএ আধিকারিকদের ছিল। মা-বাবার সঙ্গে উত্তর হিউস্টনের সেই অনুষ্ঠানে মেয়েটিও গিয়েছিলেন। কারণ, মেয়েটির বাবাও ছিলেন পেশায় ইন্টালিজেন্স অ্যানালিস্ট।

রোজলিন জানিয়েছেন, ছবি তোলার পর বুশ তাঁর পশ্চাতদেশে হাত দিয়ে জাপটে ধরেন। এই ঘটনার কথা রোজলিন পরে বহু লোককে জানিয়েও দেন। সেই রকম সাত ব্যক্তির সঙ্গে টাইম ম্যাগাজিনের তরফে কথাও বলা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রোজলিন হলেন পঞ্চম মহিলা, যিনি বুশের বিরুদ্ধে অশালীন ভাবে তাঁকে ছোঁয়ার অভিযোগে সরব হলেন। প্রাক্তন প্রেসিডেন্টের এক মুখপাত্র জিম ম্যাকগ্রা জানিয়েছেন, ছবি তুলতে গিয়ে কাউকে অস্বস্তিতে ফেলে থাকলে, তিনি তার জন্যে দুঃখিত।