রিয়াধ: অতি রক্ষণশীল সৌদি আরবে মহিলাদের জন্য একের পর এক দরজা খুলছে। এবার ক্রীড়া স্টেডিয়াম গুলির গেটও উন্মুক্ত করা হচ্ছে মহিলাদের জন্য। এর আগে স্টেডিয়ামগুলিতে শুধুমাত্র পুরুষদেরই প্রবেশাধিকার ছিল। এবার এ ধরনের তিনটি স্টেডিয়ামে খেলা দেখতে সপরিবারে আসা যাবে।
সৌদি আরবের মতো মহিলাদের ওপর বিভিন্ন বিষয়ে এক কঠোর নিষেধাজ্ঞা বিশ্বের অন্য কোথাও প্রায় নেই বললেই চলে। এরইমধ্যে যুবরাজ মহম্মদ বিন সলমন বিবিধ সংস্কারের কাজ হাতে নিয়েছেন, যা সৌদি রক্ষণশীলতার গোড়াতে তীব্র ঝাঁকুনি দিয়েছে। এর আগে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আগামী জুন থেকেই রাস্তায় স্টিয়ারিং হাতে দেখা যাবে মহিলাদের। সেই পথে হেঁটেই এবার খেলা দেখতে পুরুষদের পাশাপাশি আসতে পারবেন মহিলারাও।
দেশের জেনারেল স্পোর্টস অথরিটি ট্যুইটার মারফত্ জানিয়েছে, আগামী বছরের শুরু থেকেই রিয়াধ, জেড্ডা ও দাম্মামের স্টেডিয়ামে সপরিবারে আসার বন্দোবস্ত করার কাজ শুরু হয়েছে। গড়ে তোলা হবে রেস্তোরাঁ, ক্যাফে এবং ভিডিও স্ক্রিন।
গত মাসেই রিয়াধের স্পোর্টস স্টেডিয়ামে মহিলাদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। দেশের জাতীয় দিবস উপলক্ষ্য এই অনুমতি দেওয়া হয়েছিল।
সৌদি আরবের কঠোর অভিভাবকতন্ত্র অনুযায়ী কোনও মহিলার পড়াশোনা, ভ্রমণ বা অন্য কাজের জন্য পরিবারের কোনও পুরুষ সদস্যের অনুমতি প্রয়োজন।
তেল নির্ভরতা পরবর্তী যুগের প্রস্তুতি হিসেবে ‘ভিশন ২০৩০’-এর অঙ্গ হিসেবে সৌদি রাজতন্ত্র এ ধরনের কতগুলি নিয়ম শিথিল করার পথে হাঁটছে।
গত সপ্তাহেই যুবরাজ নমনীয় সৌদি আরব গড়ে তোলার কথা বলেছেন।
এবার মহিলাদের জন্য দরজা খুলছে সৌদির ক্রীড়া স্টেডিয়ামগুলির
ABP Ananda, web desk
Updated at:
30 Oct 2017 02:52 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -