ঢাকা: অনন্ত বিজয়, অভিজিৎ, ওয়াশিকুর, নিলয়ের পর তালিকায় জুড়ে গেল আরও একটি নাম। নাজিমুদ্দিন সামাদ।
বাংলাদেশে ফের খুন এক মুক্তমনা। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ এক সঙ্গীকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন নাজিমুদ্দিন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফেরার পথে এক্রামপুর এলাকায় তিন মোটরবাইক আরোহী তাঁদের রাস্তা আটকায়। প্রথমে নাজিমুদ্দিনকে রাস্তায় ফেলে মারধর করে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়।
২৭ বছরের নাজিমুদ্দিন সামাদ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের স্নাতকোত্তরের সান্ধ্য বিভাগের ছাত্র। গণজাগরণ মঞ্চের সদস্য নাজিমুদ্দিন সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের বিরুদ্ধে সরব ছিলেন। সে কারণেই খুন বলে অনুমান পুলিশের। ঘটনার পিছনে কাদের হাত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এই প্রথম নয়, গত বছর বাংলাদেশে খুন হন কয়েকজন ব্লগার। ২০১৫ সালের ২৬ ফেবরুয়ারি ঢাকার বইমেলা চত্বরে সস্ত্রীক আক্রান্ত হন ব্লগার অভিজিত্ রায়। পরে হাসপাতালে মৃত্যু হয় অভিজিতের। ২০১৫ সালের ৩০ মার্চ ঢাকার রাস্তায় প্রকাশ্যে খুন হন ওয়াশিকুর রহমান নামে আরও এক ব্লগার। ১২ মে খুন হন অনন্ত বিজয় দাস। ৭ অগাস্ট, ২০১৫ খুন হন নিলয় নীল। এবার খুন আর এক ব্লগার নাজিমুদ্দিন সামাদ।
বাংলাদেশে ফের কুপিয়ে-গুলি করে খুন ব্লগারকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2016 05:51 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -