কুমীরের সঙ্গে সেলফি নিতে গিয়ে কামড় খেলেন ফরাসি পর্যটক
Web Desk, ABP Ananda | 02 Jan 2017 05:43 PM (IST)
ব্যাংকক: মারণ সেলফি! কুমীরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সরীসৃপের কামড়ে গুরুতর আহত হলেন এক ফরাসি মহিলা পর্যটক। জানা গিয়েছে, তাইল্যান্ডের কাও ইয়াই জাতীয় উদ্যানে কুমীরের সঙ্গে সেলফি নেওয়ার জন্য বিশালকায় সরীসৃপটির খুব কাছে চলে যান মুরিয়েল বেঁতুলিয়ের নামে ৪১ বছরের ওই মহিলা। কিন্তু, আচমকা পা হড়কে তিনি একদিকে পড়ে গেলে, কুমীরটি তাঁর বাঁ পায়ে কামড় বসিয়ে দেয়। উদ্যান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মহিলার ক্ষত গুরুতর হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।