ব্রাজিলে নববর্ষের পার্টিতে ১১ জনকে খুন করে আত্মঘাতী বন্দুকবাজ
Web Desk, ABP Ananda | 02 Jan 2017 11:06 AM (IST)
সাও পাওলো: নববর্ষের রাতে একটি বাড়িতে পার্টি চলাকালীন হানা দিয়ে ১১ জনকে গুলি করে খুন করে আত্মঘাতী হল এক ব্যক্তি। ঘটনাটি ব্রাজিলের ক্যাম্পিনাস শহরের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত ১৫ জনকে গুলি করে ওই বন্দুকবাজ। আহতদের অবস্থা সঙ্কটজনক। সাও পাওলোর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই বন্দুকবাজের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কারণে তিনি রাগে ফুঁসছিলেন। ওই পার্টিতে তাঁর স্ত্রী ও আট বছরের ছেলে ছিল। তাঁদের মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাতে চায়নি পুলিশ। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজের স্ত্রী ও পুত্রের মৃত্যু হয়েছে। যে বাড়িতে ওই বন্দুকবাজ হানা দেয়, তার পাশের বাড়ির লোকেরা বলেছেন, তাঁরা প্রথমে বুঝতে পারেননি গুলি চলছে। তাঁরা ভেবেছিলেন নববর্ষ উপলক্ষে বাজি ফাটানো হচ্ছে। কিন্তু একজন গুলিতে আহত হয়ে তাঁদের বাড়িতে এসে সাহায্য চাইতে তাঁরা বন্দুকবাজের হানার কথা জানতে পারেন। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়।