ইসলামাবাদ: দেশের ভিতরে ‘ভারতের হস্তক্ষেপ, নাক গলানো’র ব্যাপারে তথ্য, নথি জোগাড় করে ডসিয়ার বানাতে বলা হল পাকিস্তান সরকারকে। পাক পার্লামেন্টের উচ্চ কক্ষ সেনেটে এ ব্যাপারে শাসক পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সদস্য আবদুল কায়ুমের পেশ করা একটি প্রস্তাব সর্বসম্মতির ভিত্তিতে গৃহীত হয়েছে। পাক সংবাদপত্র দি এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, প্রস্তাবে পাক সরকারকে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে নাক গলিয়ে অশান্তি, অস্থিরতা, নাশকতা ছড়াচ্ছে ভারত। এ সম্পর্কে একটি বিস্তারিত তথ্যপঞ্জি বা ডসিয়ার বানিয়ে তা আন্তর্জাতিক নানা সংগঠন ও অন্যান্য দেশ পাঠাতে হবে।

ঘটনাচক্রে গত ৩ মার্চ অশান্ত বালুচিস্তানে কূলভূষণ যাদব নামে এক ভারতীয়কে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। পাকিস্তানের দাবি, ইরান থেকে তাদের ভূখণ্ডে ঢুকেছেন যাদব। তাঁর চরবৃত্তির নানা নমুনা, তথ্যপ্রমাণ আমেরিকা, ব্রিটেন সহ নানা দেশের হাতে তুলে দেয় পাকিস্তান। যদিও কোনও দেশ থেকেই কোনও সাড়া মেলেনি।

ইসলামাবাদের আরও দাবি, যাদব জেরায় পাকিস্তানে অস্থিরতা তৈরি করতে ভারতের মদতে নাশকতামূলক কার্যকলাপ, সন্ত্রাসের পিছনে আর্থিক মদতের কথা কবুল করেছেন। এ ব্যাপারে আরব ও আসিয়ানভুক্ত দেশগুলিকেও গত মাসে অবহিত করে পাকিস্তান।

তবে যাদব নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার বলে স্বীকার করেও ভারত সরকারের সঙ্গে তার কোনওরকম সম্পর্ক থাকার অভিযোগ উড়িয়ে দেয় নয়াদিল্লি।