ঘটনাচক্রে গত ৩ মার্চ অশান্ত বালুচিস্তানে কূলভূষণ যাদব নামে এক ভারতীয়কে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। পাকিস্তানের দাবি, ইরান থেকে তাদের ভূখণ্ডে ঢুকেছেন যাদব। তাঁর চরবৃত্তির নানা নমুনা, তথ্যপ্রমাণ আমেরিকা, ব্রিটেন সহ নানা দেশের হাতে তুলে দেয় পাকিস্তান। যদিও কোনও দেশ থেকেই কোনও সাড়া মেলেনি।
ইসলামাবাদের আরও দাবি, যাদব জেরায় পাকিস্তানে অস্থিরতা তৈরি করতে ভারতের মদতে নাশকতামূলক কার্যকলাপ, সন্ত্রাসের পিছনে আর্থিক মদতের কথা কবুল করেছেন। এ ব্যাপারে আরব ও আসিয়ানভুক্ত দেশগুলিকেও গত মাসে অবহিত করে পাকিস্তান।
তবে যাদব নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার বলে স্বীকার করেও ভারত সরকারের সঙ্গে তার কোনওরকম সম্পর্ক থাকার অভিযোগ উড়িয়ে দেয় নয়াদিল্লি।