লন্ডন: মানব জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলি অবাক করে দেওয়ার মতো। পায়ু পথে সঙ্গমের মাধ্যমে অন্তঃস্বত্ত্বা হওয়ার ঘটনা এ রকমই একটি আশ্চর্য ঘটনা। ইউরোলজিস্ট ড. ব্রায়ান স্টেইক্সনার দাবি করেছেন, এই ধরনের বিরলভাবে অন্তঃস্বত্ত্বা এক মহিলার চিকিত্সা তাঁরা করেছেন। ড. স্টেইক্সনার বলেছেন, অঙ্গপ্রত্যঙ্গের গঠন সংক্রান্ত বিকৃতি (বিশেষ ধরনের বিকলাঙ্গতা বা ক্লোয়াক্যাল ম্যালফর্মেশন)-র জন্য এই ঘটনা ঘটে। এ ধরনের বিকলাঙ্গতার শিকার হন ৫০ হাজারে একজন। এমনই বিকলাঙ্গতার শিকার এক মহিলা তাঁর সঙ্গীর সঙ্গে সহবাসের পর অন্তঃস্বত্ত্বা হন।
মানব শরীরে মলদ্বার, মূত্রনালী এবং যোনিপথ তিনটি পৃথক টিউবে বিভক্ত থাকে। কিন্তু ক্লোয়াক্যাল ম্যালফর্মেশন-এর ক্ষেত্রে ওই তিনটি পৃথক টিউব থাকে না। শরীরের তরল পর্দার্থ একটি টিউব দিয়েই চলাচল করে।
সংশ্লিষ্ট মহিলারও একই ধরনের সমস্যা ছিল। সমস্যার সমাধানে অল্পবয়সে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু তাতে ত্রুটি থেকে যায়। মলদ্বার ও গর্ভাশয়ের মধ্যে ক্ষুদ্র একটি ছিদ্র পথে যোগ তৈরি হয়।
স্বাস্থ্য বিষয়ক একটি ম্যাগাজিনকে ড. স্টেইক্সনার বলেছেন, আমরা ওই মহিলার অবস্থা সম্পর্কে এক দশক আগে থেকেই জানতাম। সেইমতো তাঁর প্রতি লক্ষ্যও রাখা হত। পরে বিভিন্ন পরীক্ষায় ধরা পড়ে যে তিনি পায়ু সঙ্গমের মাধ্যমে অন্তঃস্বত্ত্বা হয়েছেন।
স্বাভাবিক প্রসব ঝুঁকির হতে পারে মনে করে চিকিত্সকরা মহিলার সন্তান প্রসব করানোর জন্য কৃত্রিম পদ্ধতি (সি-সেকশন) ব্যবহার করেন।
এমন যৌনসঙ্গমেও অন্তঃস্বত্ত্বা হওয়া যায়!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 May 2016 11:15 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -