ইসলামাবাদ: ভারতকে ‘শিক্ষা’ দিতে জম্মু ও কাশ্মীরে সেনা পাঠাতে পাক সরকারের কাছে আর্জি জানাল বেআইনি জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ। গত ১৪ আগস্ট লাহৌরে সংগঠনের সমর্থকদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই আর্জি জানিয়েছে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ।
হাফিজ বলেছে, দেশভাগের পর ভারত জোর করে জম্মু ও কাশ্মীরে সেনা পাঠিয়েছিল। এর জবাবে ‘কায়েদ-ই-আজম’ (মহম্মদ আলি জিন্না) তত্কালীন পাক সেনা প্রধানকেও সেনা পাঠাতে বলেছিলেন। কিন্তু তিনি সেনা পাঠাননি।
এ কথা উল্লেখ করে হাফিজ পাক সেনাপ্রধান রাহিল শরিফকে জম্মু ও কাশ্মীরে সেনা পাঠানোর অনুরোধ করেছে। তার দাবি,কাশ্মীরে ভারতীয় বাহিনী ‘অত্যাচার’ চালাচ্ছে। এর বদলা নিতে পাকিস্তানকে সেনা পাঠাতে হবে।
উল্লেখ্য, হাফিজ এর আগেও একাধিকবার ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। পাকিস্তানের সর্বত্র অবাধে ঘুরে বেড়িয়ে এই জঙ্গি নেতা ভারতের বিরুদ্ধে প্রচার করছে। এর আগে সে অভিযোগ করেছিল, ভারত কাশ্মীর উপত্যকায় ‘হত্যালীলা’ চালাচ্ছে। এর বদলা নেওয়া হবে বলেও সে হুমকি দিয়েছিল।