বার্মিংহামে ভারত-পাক ম্যাচের আগে লন্ডনে ফের জঙ্গি হানা, মৃত অন্তত ৯, জখম বেশ কয়েকজন
ABP Ananda, web desk | 04 Jun 2017 07:35 AM (IST)
লন্ডন: লণ্ডনে ফের জঙ্গি হানা। এবার পরপর তিন জায়গায়। বার্মিংহামে ভারত-পাক ম্যাচের আগে এই হামলায় মৃত কমপক্ষে ৯। ৩ জঙ্গিও রয়েছে মৃতদের মধ্যে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রথমে লণ্ডন ব্রিজের কাছে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। গাড়িতে পথচারীদের পিষে মারার চেষ্টা হয়। পরে ছুরি নিয়ে ঘটে হামলা। ঘটনাস্থল থেকে গুলির শব্দও শোনা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। আহতের সংখ্যা অনেক। এই হামলার পর ঘটনাস্থলে রওনা দেয় স্কটল্যান্ড ইয়ার্ডের আধিকারিকদের একটি বড় দল। আততায়ীর খোঁজে চলছে চিরুনি তল্লাশি। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত দশটা নাগাদ লন্ডন ব্রিজে গাড়ি নিয়ে হামলার খবর পাওয়া যায়। এরপ বরো মার্কেটে ছুরি নিয়ে হামলার খবর আসে। গোলাগুলির শব্দও শোনা গিয়েছে। বেক্সোল এলাকাতেও এ ধরনের হামলার খবর পাওয়া গিয়েছে। হামলার পরিপ্রেক্ষিতে লন্ডন ব্রিজের উভয়দিকেরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সংবাদমাধ্যমের এক সাংবাদিক ব্রিজে হামলার সময় উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, একটি ভ্যান ঘন্টায় প্রায় ৫০ কিমি গতিতে রাস্তা থেকে উঠে আসে ফুটপাতে। সাদা রঙের ওই ভ্যানটি পাঁচ-ছয় জনকে ধাক্কা মারে। উল্লেখ্য, গত মাসেই জঙ্গি হামলার শিকার হয় ম্যাঞ্চেস্টার। ম্যাঞ্চেস্টার এরিনায় পপ কনসার্ট চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে ২২ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা অন্তত ৫০। ঘটনার দায় স্বীকার করে আইএস। এরপর ব্রিটেনে সাধারণ নির্বাচনের আগে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল।