ইসলামাবাদ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়ছে না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির। জাতীয় প্রতিরক্ষা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে তামাক চিবোতে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। আফ্রিদি অবশ্য তামাক খাওয়ার কথা অস্বীকার করেছেন।



এ মাসের ৬ তারিখ ছিল পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা দিবস। সেদিন রাওয়ালপিণ্ডিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ বহু ভিআইপি এই অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানে অন্যান্য অতিথিদের সঙ্গে নির্দিষ্ট আসনে বসেই মুখে তামাক জাতীয় কিছু দিতে দেখা যায় আফ্রিদিকে।



২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। দেশের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি একদিনের ম্যাচ এবং ৯৯টি টি-২০ ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। তিনি ক্রিকেটার হিসেবে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনই বিতর্কেও জড়িয়েছেন।