কলকাতা: কানে ঢুকে যাওয়া জল বার করতে অনেকেই মাথা ঝাঁকায়। কিন্তু এক গবেষণা বলছে, এভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুদের মস্তিষ্ক। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় ও ভার্জিনিয়া টেকের গবেষকরা এই তথ্য দিয়েছেন।


গবেষণায় বলা হয়েছে, কানে জল জমে থাকলে সংক্রমণ হতে পারে, কান ক্ষতিগ্রস্ত হওয়াও অসম্ভব নয়। কিন্তু সেই জল বার করতে যদি জোরে জোরে মাথা ঝাঁকানো হয়, তবে জটিলতা আরও বাড়তে পারে। বলেছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক অনুজ বাস্কোটা। কান থেকে জল বার করতে ঠিক কতটা মাথা ঝাঁকানো উচিত, তা নিয়ে গবেষণা করছেন তাঁরা।

অনুজ বলেছেন, কাঁচের টিউব ও থ্রিডি ইয়ার ক্যানাল ব্যবহার করে তাঁরা দেখেছেন, এই ঝাঁকানি একটি শিশুর কানের আকারের জন্য যে মাধ্যাকর্ষণ শক্তি প্রযোজ্য, তার ১০ গুণ। এর ফলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। একই কারণে বয়স্কদের মাথা ঝাঁকুনি শিশুদের তুলনায় কম, কারণ তাঁদের কানের আকার বড়। কান থেকে জল বার হতে যে সমস্যা হয়, সারফেস টেনশন তার অন্যতম কারণ, মন্তব্য করেছেন তিনি।

তবে গবেষকদের মতে, মাথা ঝাঁকিয়ে নয়, অন্যভাবেও কানে আটকে থাকা জল বার করা সম্ভব। যে তরলের সারফেস টেনশন জলের থেকে কম, যেমন অ্যালকোহল বা ভিনিগার যদি কয়েক ফোঁটা কানে ফেলে দেওয়া যায় তবে জলের সারফেস টেনশনও কমে যাবে, তা সহজেই বেরিয়ে আসবে। অনুজ বলেছেন।