ইসলামাবাদ: ফের কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ পাকিস্তান।


কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সেখানে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি তথ্য সুলুকসন্ধান টিমকে সেখানে পাঠানোর জন্য রাষ্ট্রসঙ্ঘের প্রধানকে চিঠি দিলেন শরিফ। বস্তুত, এই নিয়ে একমাসে দ্বিতীয়বার কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপের দাবি তুলল ইসলামাবাদ।

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া এদিন জানান, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান-কি-মুনকে চিঠি দিয়েছেন শরিফ। সেখানে তিনি কাশ্মীরের ক্রমশ অবনতি হওয়া পরিস্থিতি তুলে ধরেন। জাকারিয়া জানান, কাশ্মীরে যাতে ফের নতুন করে হিংসা না ছড়ায়, তার জন্য শরিফকে অনুরোধ করেন মুন। তার জবাবেই এদিন চিঠি লিখেছেন শরিফ।

প্রসঙ্গত, এর আগেও কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হয়েছিল পাক প্রশাসন। রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত পাক দূত মালিহা লোধী রাষ্ট্রসঙ্ঘে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দেখা করে কাশ্মীর ইস্যু তোলেন। কাশ্মীরে মৌলিক মানবাধিকার নির্মমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে তাঁদের কাছে অভিযোগ করেন মালিহা।

কাশ্মীরের ‘উদ্বেগজনক পরিস্থিতি’র প্রতি পাকিস্তানের গভীর আশঙ্কা জানিয়ে পাক প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজের লেখা চিঠিও তিনি তুলে দেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান কি মুন, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের হাতে।

পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে সরব হওয়ার জন্য পাকিস্তানের সংসদের ২২ জন সদস্যকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।