এই প্রথম, ফেসবুকে পয়গম্বর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের দায়ে পাকিস্তানে মৃত্যুদণ্ড শিয়া যুবককে
Web Desk, ABP Ananda | 11 Jun 2017 11:32 AM (IST)
লাহোর: ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য পোস্ট করায় সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তির মৃত্যুদণ্ড হল পাকিস্তানে। পঞ্জাবের বাহওয়ালপুরের সন্ত্রাস দমন আদালতের বিচারক সাবির আহমেদ ফেসবুকে পয়গম্বর সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে ৩০ বছরের যুবক তাইমুর রাজাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। প্রতিবেশী দেশটিতে সোস্যাল মিডিয়ায় ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের সাজা এই প্রথম। পঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন শাখার বক্তব্য, লাহোর থেকে প্রায় ২০০ কিমি দূরে ওকারার বাসিন্দা রাজাকে গত বছর গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট করার অভিযোগ পেশ করেন সহকর্মীরা। পাকিস্তানে ৯৭ শতাংশ মানুষই মুসলিম। সেদেশে ধর্মের অবমাননা বরাবরই খুবই গুরুতর ইস্যু। গত বছর পাকিস্তানে পাশ হয় বিতর্কিত সাইবার অপরাধ দমনমূলক বিল, ২০১৬, যাতে এ ধরনের অপরাধে চরম সাজার সংস্থান রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলির দাবি, অনেক সময়ই ব্যক্তিগত রাগ মেটাতে অপব্যবহার করা হয় এই আইনের।