ওয়াশিংটন: রবিবার পয়লা বৈশাখ। তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের বাঙালিদের আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানালেন।

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনতার তরফ থেকে সারা বিশ্বের বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ভারত, বাংলাদেশ সহ গোটা বিশ্বের সব মানুষের সঙ্গে আমরাও এই গুরুত্বপূর্ণ দিনটিকে পালন করছি নতুন বছরের সূচনা হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্র, তার অর্থনীতি ও সংস্কৃতি গঠনে বাঙালি মার্কিনদের অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানাচ্ছি আমরা। এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ’!