ওয়াশিংটন: ২০১৭ সালে কোনও বেতন নেন নি টুইটারের সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি। এই নিয়ে টানা তিন বছর কোনও বেতন নিলেন না তিনি।
মার্কিন সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনে লিপিবদ্ধ করা বয়ানে সংস্থার জানিয়েছে, টুইটারের জন্য দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা ও বিশ্বাসের দলিল হিসেবে ২০১৭ সালের সব ধরনের আর্থিক অনুদান প্রত্যাখ্যান করেছেন ২০১৭।
তবে, ডোরসির হাতে সংস্থার বিপুলব পরিমাণ শেয়ার রয়েছে, চলতি বছর যার মূল্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ২ এপ্রিল অনুযায়ী, ডোরসির হাতে ১.৮ কোটি শেয়ার রয়েছে, যার বর্তমান মূল্য ৫২৯ মিলিয়ন মার্কিন ডলার।