শিখ কিশোরকে মারধর করার গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে ওই স্কুলের অপর এক পড়ুয়া। সে ওই ভিডিও স্ন্যাপচ্যাটে শেয়ারও করেছে। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই শিখ পড়ুয়াকে পিছু ধাওয়া করে এসে হঠাৎ পিছন থেকে মেরে মাটিতে ফেলে দেয় তার সহপাঠী। এরপর সে ওই শিখ কিশোরকে ক্রমাগত মারতে থাকে। কিছুক্ষণ পর কোনওরকমে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই শিখ যুবক। কেন্ট স্কুল ডিস্ট্রিক্টের কমিউনিকেশনস ডিরেক্টর ক্রিস লফটিস বলেছেন, যে ছেলেটি ওই শিখ কিশোরকে মারধর করেছে এবং যে ওই ঘটনা রেকর্ড করেছে, তাদের দু’জনকেই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ওয়াশিংটনে আক্রান্ত শিখ কিশোর, রিপোর্ট তলব সুষমার
Web Desk, ABP Ananda | 04 Nov 2017 12:49 PM (IST)
নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্কুলের কাছেই এক সহপাঠীর হাতে আক্রান্ত হল এক শিখ কিশোর। কেন্টরিজ হাইস্কুলের কাছে ১৪ বছরের ওই পড়ুয়াকে মারধর করে অন্য এক পড়ুয়া। আক্রান্ত শিখ কিশোরের বাবার অভিযোগ, তাঁরা ভারতীয় বংশোদ্ভুত ও শিখ সম্প্রদায়ের বলেই তাঁর ছেলের উপর হামলা চালানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য জাতিবিদ্বেষের ফলে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের কাছ থেকে এই ঘটনার রিপোর্ট চেয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।