কেন্ট: কানসাস, ক্যারোলিনার পর এবার কেন্ট। ফের ভারতীয়র ওপর হামলা। নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ ৩৯ বছরের মাঝবয়সী ব্যক্তি। 'আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরে যাও' বলে হুঙ্কার হামলাকারীর।
পুলিশ সূত্রে দাবি, শুক্রবার কেন্টে বাড়ির সামনেই গাড়িতে কাজ করছিলেন ৩৯ বছর বয়সি ওই শিখ ব্যক্তি। সেইসময় রাস্তা দিয়ে যাচ্ছিল হামলাকারী। তার মুখ কাপড়ে ঢাকা ছিল। আক্রান্তের সঙ্গে আচমকাই হামলাকারীর বচসা বেধে যায়। এরমধ্যেই হঠাৎ ওই শিখকে লক্ষ্য করে গুলি করে আক্রমণকারী ওই ব্যক্তি। আক্রান্তের হাতে গুলি লাগে। তার চিকিত্সা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত ব্যক্তি তাঁর বয়ানে জানিয়েছেন, ওই হামলাকারী ৬ ফুট মতো লম্বা ছিল। তার মুখ কাপড়ে ঢাকা ছিল। কেন্ট পুলিশ প্রধান কেন থমাস জানিয়েছেন, এইমুহূর্তে ওই শিখ ব্যক্তি বিপদমুক্ত হলেও, তাঁরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই তদন্ত করছেন। এই ঘটনার তদন্তে কেন্ট পুলিশ এফবিআই এবং অন্যান্য তদন্তকারী সংস্থারও সাহায্য নিচ্ছে বলে জানা গিয়েছে।
তবে এখনও পর্যন্ত এই ঘটনার তদন্তে একেবারেই প্রাথমিক স্তরে তাঁরা রয়েছেন বলে জানিয়েছেন, কেন্ট পুলিশ কম্যান্ডার জারোড কাসনের। এই ঘটনা নিয়ে সেখানকার শিখ সম্প্রদায়ের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
মার্কিন মুলুকের বর্তমান পরিস্থিতির বিচারে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন।
কানসাস, ক্যারোলিনার পর এবার কেন্টে গুলিবিদ্ধ ভারতীয়, ‘নিজের দেশে ফিরে যাও’, হুঙ্কার হামলাকারীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2017 11:08 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -