ওয়াশিংটন: ফের বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নিশানায় এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্পের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁর নিউ ইয়র্কের অফিসের ফোনে আড়ি পেতেছিলেন ওবামা। এই কেলেঙ্কারিকে রিচার্ড নিক্সনের আমলের ‘ওয়াটারগেট’-এর সঙ্গেও তুলনা করেছেন ট্রাম্প।


একের পর এক ট্যুইট করে ওবামার বিরুদ্ধে তোপ দাগলেও, অভিযোগের স্বপক্ষে অবশ্য কোনও প্রমাণ পেশ করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি ওবামাকে খারাপ মানুষ বলেও দাবি করেছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


ওবামার বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনেরও পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প। প্রেসিডন্ট নির্বাচনের সময় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সেশনের বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছে। এর জবাবে ট্রাম্পের দাবি, ওবামা প্রশাসনই সেই বৈঠকের আয়োজন করেছিল।