লন্ডন:  সিস্টার নিবেদিতা ভারতের প্রতি যাঁর অবদান, পরিচিতি প্রায় প্রতিটি মানুষেরই জানা, তাঁর লন্ডনের পৈতৃক ভিটেটি বিশেষ ফলক দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হল। ১৮৯৮ সালে ভারতে চলে আসেন ভগিনী নিবেদিতা। আসার আগে তিনি তাঁর বসতবাড়িটি মেয়েদের স্কুল করার জন্যে দান করে দিয়ে আসেন। মূলত এভাবে আর্তের সেবায় নিজেকে সেখানেই নিয়োজিত করেছিলেন নিবেদিতা। সিস্টার নিবেদিতার ১৫০ তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে তাঁর বাড়ির বাইরে বিশেষ ফলক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ২৮ অক্টোবর এই ফলকটি উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে।

নিবেদিতার বাড়িতে বিশেষ এই ফলকটি প্রতিষ্ঠিত করছে লন্ডন ব্লু প্ল্যাক স্কিম নামের একটি সংস্থা, যারা ইংলিশ হেরিটেজের দ্বারা নিয়ন্ত্রিত।

স্কটিশ-আইরিশ সমাজসেবী স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলেন। তিনি তাঁর কেরিয়ার শুরু করেন একজন স্কুল শিক্ষিকা হিসেবে। তারপর তাঁর উদ্যোগেই দক্ষিণ-পশ্চিম লন্ডনে প্রতিষ্ঠা করা হয় রাস্কিন স্কুল। জন্মের সময় তাঁর নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তাঁকে নিবেদিতা নামটি দিয়েছিলেন বিবেকানন্দ। তবে ইংলিশ হেরিটেজ যে তাঁকে এই সম্মান দিচ্ছেন, সেজন্যে প্রত্যেকেই যথেষ্ট খুশি এবং গর্বিত।