নেপালের ত্রাণে কাল চ্যারিটি কনসার্টে সোনাক্ষী, মালাইকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 May 2016 04:05 PM (IST)
কাঠমান্ডু: শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি কনসার্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং মালাইকা অরোরা খান। অনুষ্ঠান থেকে পাওয়া সমস্ত অর্থ নেপালের ভূমিকম্প বিধ্বস্ত মানুষের ত্রাণে ব্যবহৃত হবে। নেপাল আর্মি ওয়াইভস অ্যাসোসিয়েশন আয়োজিত ওই কনসার্টের নাম ‘অমরপঞ্ছি’। তুনদিখেল ওপেন গ্রাউন্ডে তা অনুষ্ঠিত হবে। আজই নেপালে পৌঁছে গিয়েছেন সোনাক্ষী। সেদেশে এটাই তাঁর প্রথম ভ্রমণ। ওই কনসার্টে পারফর্ম করবেন নেপালি তারকা কেকি অধিকারি, ইন্দিরা জোশি, রিচা শর্মা, নিশা অধিকারি, সুষমা কার্কি, প্রিয়াঙ্কা কার্কি এবং রেখা থাপা।