দক্ষিণ কোরিয়া: দঃ কোরিয়ার সিওলে হ্যালোউইনের অনুষ্ঠান ( Halloween parties in Seoul) চলাকালীন হুড়োহুড়ি।হ্যালোউইন উদ্‍যাপনের জন্য সিওলের একটি অনুষ্ঠানে হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত  ১৫০ জন। 


আচমকাই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় দঃ কোরিয়ার সিওলের হ্যালোউইন অনুষ্ঠানে


 প্রসঙ্গত, দঃ কোরিয়ার সিওলে  ঘিঞ্জি সরু রাস্তায়, হ্যালোউইনের পার্টির আয়োজন করা হয়েছিল। আচমকাই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। লাগামছাড়া ভিড়ে হৃদরোগে আক্রান্ত হন অনেকেই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন একাধিক সিওলবাসী। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। শতাধিক অ্য়াম্বুলেন্স ঘটনাস্থলে পৌছেছে। গিয়েছে একাধিক দমকল ইঞ্জিনও। 


ইতিমধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরীভিত্তিক কর্মীরা


সিওলের ইয়ংসান দমকল দফতরের আধিকারিক বলেছেন,  দক্ষিণ কোরিয়ার সিওলের ইতেয়ন শহরের  ঘিঞ্জি সরু রাস্তায়, হ্যালোউইনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই ভিডের চাপে পদপিষ্ট হন অনেকেই। বহু মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরীভিত্তিক কর্মীরা।  দমকলের আধিকারিক জানিয়েছেন, সব দেহ এখনও উদ্ধার করা হয়নি। আপৎকালীন পরিস্থিতিতে ৪০০ জন উদ্ধারকারীকে পাঠানো হয়েছে। সিওলের সমস্ত উচ্চপদস্ত আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।


আরও পড়ুন, ‘মানিক মুখ খুললে অনেক উইকেট পড়বে', সুকান্তর মুখে সেই ‘ডিসেম্বর ডেডলাইন’


ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, রাস্তাতেই প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে


সিওলের এই হ্যালোউইনের অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সারিবদ্ধ মৃতদেহ, অসংখ্য অ্যাম্বুলেন্স দেখে সকলেই আতকে উঠছেন। অনেক আহত ব্যক্তিকে রাস্তাতেই প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। আবার পাশাপাশি যাদের প্রাথমিক চিকিৎসায় কাজ হচ্ছে না , তাঁদেরকে অ্য়াম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 


উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট


পুলিশ জানিয়েছে, ইতেয়ন শহরের এলাকায় হ্যালোউইনের পার্টি উপলক্ষে একটি বারে একজন সেলেব্রিটি উপস্থিত হয়েছিলেন।  খবর পাওয়া মাত্রই, সেখানে ছুটতে থাকে সবাই। আর তখনই পদপিষ্ট হন সবাই।  গুমোট  ঘিঞ্জি সরু রাস্তায়, হৃদ রোগে আক্রান্ত হন অনেকেই। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়ল।