দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনা, এক চুলের জন্য বাঁচলেন ৪৯জন যাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2017 11:03 AM (IST)
জুবা: অবতরণের সময় যাত্রীবাহী বিমানে আগুন। সকলে ভেবেছিলেন, একজন যাত্রীও বাঁচবেন না। কিন্তু দেখা গেল, বিমানের চালক-কর্মী-যাত্রী সহ ৪৯জনই বেঁচে গিয়েছেন, কারও কোনও ক্ষতি হয়নি। অথচ পুড়ে ছাই হয়ে গিয়েছে বিমানটি। দক্ষিণ সুদানে গতকাল এমনই ঘটনা ঘটেছে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, তার গভর্নর জানিয়েছেন, কোন পরিস্থিতিতে ল্যান্ডিংয়ের সময় বিমানে আগুন লাগল, তদন্ত করা হচ্ছে। ৪৯জন যাত্রীর বেশিরভাগই দক্ষিণ সুদানের মানুষ, ২জন ছিলেন বিদেশি। স্থানীয় বিমানবন্দর কর্মীদের সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের শান্তিসৈনিকরাও উদ্ধারকার্যে হাত লাগান।