টেক্সাস: হাজার হাজার কোটি টাকার ব্যবসায় আর মন টিকছে না। বরং যুবসমাজকে সঠিক পথ দেখাতে চান টেসলা কর্ণধার তথা বিশ্বের সেরা ধনী ব্যক্তি ইলন মাস্ক(Elon Musk)। কিন্তু চাইলেই তো আর ঝাঁপিয়ে পড়া যায় না। তাই এ ব্যাপারে সকলের মতামত চাইলেন তিনি।


শেয়ারবাজার-সহ বিভিন্ন বিষয়ে প্রায়শই নেটমাধ্যমে সাধারণ মানুষরে মতামত নিতে দেখা যায় মাস্ককে। বৃহস্পতিবারও তেমনই মতামত চেয়েছেন তিনি। তবে এ বার কার্যত নিজের জীবনের সিদ্ধান্তই সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন মাস্ক।


আমেরিকার স্থানীয় সময় আনুযায়ী, বৃহস্পতিবার রাতে একটি টুইট করে সকলকে চমকে দেন মাস্ক। তিনি লেখেন, ‘কাজকর্ম ছেড়ে সর্বক্ষণের ইনফ্লুয়েন্সার হওয়ার কথা ভাবছি। আপনাদের কী মত!’’


ধনকুবেরদের মতিগতি এমনিতেই বোঝা ভার। তাই তিনি সত্যি সত্যিই ইনফ্লুয়েন্সার হওয়ার কথা ভাবছেন কি না, তা স্পষ্ট নয়। তবে তাঁর টুইট ঘিরে হইচই পড়তে সময় লাগেনি। তাঁর মতো ধনকুবেরেরও কাজ একঘেয়ে লাগছে, এ কথা ভেবেই আমোদ পান অনেকে।


তবে সিংহভাগ মানুষই সম্ভাব্য ভবিষ্যতের জন্য মাস্ককে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁকে নিজের ইউটিউব চ্যানেল খোলার পরামর্শও দিয়েছেন অনেকে। তিনি পথ দেখালে অনেকের জীবনই পাল্টে যাবে বলে আশাপ্রকাশও করেন বহু মানুষ।


মাস্কের এহেন আচরণ এমন প্রথম নয়। এর আগে, টুইটারে পাওয়া মতামতের ভিত্তিতেই টেসলার কোটি কোটি টাকার শেয়ার বেচে দিয়েছিলেন তিনি। তাই তাঁর টুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে।


তবে আগেও অবসরের জল্পনা উস্কে দিয়েছিলেন মাস্ক। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘দিনরাত কাজ করে যাওয়ার বদলে নিজের জন্য একটু ফাঁকা সময় পেলে ভাল হতো। সপ্তাহে সাত দিন, ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজ করি আমি। খুব ধকল যায়।’’


যদিও এখনই মাস্কের অবসরের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন অনেকেই। রকেট সংস্থা স্পেসএক্স, ব্রেনচিপ স্টার্টআপ নিউট্রালিঙ্ক,পরিকাঠামো সংস্থা দ্য বোরিং কোম্পানি এবং সর্বোপরি ইলেকট্রিক গাড়ি তৈরির সংস্থা টেসলার কর্ণধার মাস্ক আরও বেশ কয়েক বছর শিল্পজগতে দাপিয়ে বেড়াবেন বলেই মনে করছেন সকলে।