মাদ্রিদ: করোনার প্রাদুর্ভাবে কার্যত গোটা বিশ্বেই চলছে লকডাউন। ঘরবন্দি মানুষ। তবে দায়িত্ব পালন করতেই হচ্ছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের। প্রাণের ঝুঁকি নিয়েও।

ব্যতিক্রমী ছবি তুলে ধরছেন স্পেনের এক ট্যাক্সিচালক। করোনা রোগীদের যিনি বিনা ভাড়ায় পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। সেই ট্যাক্সিচালক অনেকেরই হৃদয় জিতে নিয়েছেন। তবে তার চেয়েও বড় পুরস্কার পেয়েছেন। একদিন তাঁর কাছে ফোন আসে, একটি হাসপাতাল থেকে নিয়ে যেতে হবে এক রোগীকে। সেখানে গিয়ে অবশ্য বেশ বিস্মিতই হন ওই ট্যাক্সিচালক।



তিনি হাসপাতালে ঢোকা মাত্রই সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানান। অতিমারীর সময় তাঁর মহৎ কাজ দেখে সকলে মিলে একটি খামে করে তাঁকে অর্থও দেন।

পরে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এবং তা ভাইরাল হয়ে যায়।