এই বিশেষ ক্রিসমাস ট্রি-র স্টিল এবং তারের পরিকাঠামোটি একটি প্লাস্টিকের জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এছাড়া ক্রিসমাস ট্রি-টি দশ লক্ষ পাইন কোন দিয়ে সাজানো হয়েছে। পাইন কোনগুলো লাল, সোনালি, সবুজ এবং রুপোলি রঙে রঙ করা হয়েছে। এছাড়া ক্রিসমাস ট্রিতে লাগানো হয়েছে ছ লক্ষ এলইডি বাল্ব, এছাড়া ওপরের অংশে রয়েছে ছ মিটার লম্বা ঝলমলে তারা।
এই ক্রিসমাস ট্রি-র দাম ৮০ হাজার মার্কিন ডলার। যদিও এই ধরনের ক্রিসমাস ট্রির নিন্দা করেছে ক্যাথোলিক গির্জা। তাঁদের মতে, এটা পয়সার অপচয় ছাড়া আর কিছুই নয়। এই টাকা নষ্ট না করে, কোনও গরিবকে দান করলে ভাল হত। আগামী ৬ জানুয়ারি অবধি এই ক্রিসমাস ট্রি রাখা থাকবে জনসাধারণের জন্যে।
তবে এই ক্রিসমাস ট্রি তৈরি ও তার উদযাপন নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এবং বর্তমান সরকারের বন্দর মন্ত্রী অর্জুনা রনতুঙ্গার মত, এরথেকে বোঝা যায় শ্রীলঙ্কায় সংখ্যালঘুরা ভালই আছেন। এখানে প্রত্যেকেই একটি দেশের প্রতিনিধি, একটি দেশের বাসিন্দা হিসেবে সম্মানের সঙ্গেই রয়েছেন। প্রত্যেক ধর্মের মানুষকেই একইরকম প্রাধান্য দেওয়া হয় শ্রীলঙ্কায়।