কলম্বো : সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে ৮ জনের মৃত্যু ও ২০০ জনের বেশি আহত হওয়ার পর আরও কড়া পদক্ষেপ শ্রীলঙ্কার (Sri Lanka)। কেউ সরকারি সম্পত্তির (Public Property) ক্ষতি করলে বা অন্য কারও ক্ষতি করলে তাঁকে গুলি করা হবে। এমনই নির্দেশিকা জারি হয়েছে। 


সরকার-বিরোধী বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। জারি হয়েছে জরুরি অবস্থা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বাড়িতে। পরিবার নিয়ে তিনি এখন নৌসেনার ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। কার্ফুর মধ্যেও সোমবার রাত থেকে, অগ্নিসংযোগ করা হয়েছে রাজাপক্ষের দলের ৪১ জন সাংসদের বাড়িতে।


আরও পড়ুন ; বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ, পরিবার সমেত নৌসেনা ঘাঁটিতে মাথা গুঁজেছেন রাজাপক্ষে


দেশের নৌসেনার একটি ঘাঁটিতে পরিবারের সদস্যদের সঙ্গে রাজাপক্ষে মাথা গুঁজে রয়েছেন বলে জানা গিয়েছে। সেই খবর চাউর হতে অশান্তি আরও চরমে উঠেছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলম্বোয় প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ার পর রাজাপক্ষে এবং তাঁর পরিবারকে অজ্ঞাত নৌসেনা ঘাঁটিতে রাখা হয়েছে। বিষয়টি চাউর হতেই অশান্তি চরমে ওঠে। ত্রিঙ্কোমালি নৌসেনা ঘাঁটির সামনে হাজির হয় বিক্ষোভকারীদের দল। রাজাপক্ষে এবং তাঁর পরিবারকে বার করে আনার দাবি জানাতে থাকেন। যদিও তাঁরা আদৌ সেখানে রয়েছেন কিনা, তা নিশ্চিত ভাবে জানা যায়নি।


এ বছরের গোড়া থেকেই শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ ঘোরাল হয়ে উঠছিল (Sri Lanka Violence)। গোতাবায়া এবং মহিন্দা, দুই রাজাপক্ষ ভাইয়ের ভুল নীতিতে দেশের অর্থনীতি তলানিতে এসে পৌঁছয় বলে অভিযোগ তোলেন বিরোধী শিবিরের নেতা থেকে সাধারণ মানুষ সকলেই। নিত্য প্রয়োজনের চালের দাম কেজিতে ২২০ টাকা, ১৯০ টাকা কেজি দরে গম, ২৪০ টাকা কেজি দরে চিনি, ৮৫০ টাকা প্রতি লিটারে নারকেল তেলের দাম পৌঁছয়। একটি ডিমের দাম পৌঁছয় ৩০ টাকায়। গুঁড়ো দুধের দাম ১৯০০ টাকা কেজিতে পৌঁছেয়। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা কখনও এমন সঙ্কটের মধ্যে পড়েনি।