কলম্বো: গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। তছনছ রাষ্ট্রপতির বাসভবন। এখনও গোটা ভবন বিক্ষোভকারীদের কবলে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেখানকারই একটি দৃশ্য। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapaksa) সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। তাড়া তাড়া নোট বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


ভাইরাল ভিডিও:
ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে বসে গোছা গোছা নোট গুনছেন বিক্ষোভকারীরা। তেমনই একটি ভিডিও টুইট (Twitter) করেছেন অনেকেই। যদিও তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এছাড়াও প্রেসিডেন্ট ভবনের ভিতরের আরও একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। প্রেসিডেন্ট ভবনের ভিতরে সুইমিং পুলে বিক্ষোভকারীদের নেমে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। 






সূত্রের খবর, ভিডিওতে যে নগদগুলি দেখা গিয়েছে সেগুলি নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার শ্রীলঙ্কায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে ঢুকে পড়েন। একই সঙ্গে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বাসভবনে ঢুকে আগুন জ্বালিয়ে দেন একদল বিক্ষোভকারী। এই পরিস্থিতিতে দেশ ছেড়ে রাষ্ট্রপতি পালিয়েছেন বলে সূত্রের খবর। ইস্তফা দিয়েছেন রনিল বিক্রমসিঙ্ঘে। তারপর জটিলতা আরও বাড়িয়ে আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন।


পুলিশের বিরুদ্ধে অভিযোগ:
রাষ্ট্রপতি ভবনের ভিতরে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশের। পুলিশ-জনতা সংঘর্ষে এখনও পর্যন্ত একশোরও বেশি বাসিন্দা আহত হয়েছেন। একাধিক জখম ব্যক্তি ভর্তি করেছেন হাসপাতালে। সূত্রের খবর, আহতদের মধ্যে ১১ জন সাংবাদিকও রয়েছেন। শ্রীলঙ্কার পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠায় উদ্বেগে বিশ্বের নানা দেশ। সেই দেশগুলির উপর নজর রাখছে রাষ্ট্রসঙ্ঘ। সব রাজনৈতিক দলকে সমাধানসূত্র খুঁজে বের করতে পরামর্শ।


আরও পড়ুন: মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথনাটিকা, শিব সাজায় আটক অভিনেতা, ধর্মীয় অবমাননার অভিযোগ