কলম্বো: ভয়াবহ সঙ্কটে শ্রীলঙ্কার অর্থনীতি। যাবতীয় বিদেশি ঋণে নিজেদের ঋণখেলাপি ঘোষণা করল শ্রীলঙ্কা। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। মোট ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি ঋণ রয়েছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটির। এখন যা পরিস্থিতি তাতে এই বিপুল পরিমাণ ঋণ মেটানো সম্ভব নয় তাদের পক্ষে, জানাল শ্রীলঙ্কা।


কেন এই পদক্ষেপ?
সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রবল আর্থিক সঙ্কটে ভোগা দেশটির বিদেশি মুদ্রা ভাণ্ডার শেষ। সেই কারণেই আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। এই কারণেই প্রবল জ্বালানি সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দেশটি। বিদেশি মুদ্রার ভাণ্ডার শেষ হয়ে যাওয়ায় এখন এটাই একমাত্র পথ বলে মনে করছে শ্রীলঙ্কা প্রশাসন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রক থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে একথা। এখনই দেশের অর্থনৈতিক অবস্থার যাতে আর খারাপ পরিস্থিতির দিকে না যায় তার চেষ্টা চালাচ্ছে সরকার, জানিয়েছে শ্রীলঙ্কা প্রশাসন।  


কী পরিস্থিতি:
বিদেশি মুদ্রার অভাবে তেল আমদানি করতে না পারায় এখন প্রবল সঙ্কট চলছে জ্বালানিতে। যার ফলে প্রতিদিন দীর্ঘক্ষণ লোডশেডিং থাকছে শ্রীলঙ্কায়। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে এই প্রথম এমন ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। আকাশ ছুঁয়েছে খাবারের দাম। ডিজেলের অভাবে একাধিক পাওয়ার প্ল্যান্ট বসে গিয়েছে, যার ফলে বিদ্যুৎ সঙ্কটও ভয়াবহ জায়গায় গিয়েছে। আমদানিতে টান পড়ায় ঝাঁপ বন্ধ হওয়ার মুখে তেল শোধনাগারগুলিও। শ্রীলঙ্কার সবচেয়ে বেশি ঋণ রয়েছে চিনের কাছে। ঋণ রয়েছে ভারতের কাছেও। দুই দেশের কাছেই ঋণ মকুবের আর্জি জানিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ভারত ও চিন দুই দেশই তার বদলে আরও ঋণ দেওয়ার বার্তা দিয়েছে।


প্রবল বিক্ষোভ:
দেশের এই আর্থিক পরিস্থিতিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে সে দেশে। রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। তার জেরে রাজনৈতিক ডামাডোলও চলেছে প্রতিবেশি দ্বীপরাষ্ট্রটিতে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা থেকে ভারতে চলে আসার ঘটনাও ঘটছে। রবিবার ১৯ জন শ্রীলঙ্কার শরণার্থী তামিলনাড়ু উপকূলে পৌঁছেছেন। সরকারি সূত্রে জানা গেছে, এই উনিশের মধ্যে নারী ও শিশুরাও ( Sri Lankan refugees) রয়েছেন। তাঁরা সবাই শ্রীলঙ্কার উত্তরাঞ্চল থেকে দুটি পৃথক নৌকায় করে রামেশ্বরম উপকূলে পৌঁছেছেন। সর্বশেষ পাওয়া খবর অনুসারে, ২২ মার্চ থেকে মোট ৩৯ জন শ্রীলঙ্কার থেকে তামিলনাডুতে এসে পৌঁছেছেন।


আরও পড়ুন:  এখনই ভোট হোক পাকিস্তানে, দাবি গদিচ্যুত ইমরানের