দাভোস: সুইৎজারল্যান্ডের দাভোসে পৌঁছলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর পৌঁছেই টুইটারে পোস্ট করলেন তাঁর বিখ্যাত ভঙ্গিমার ছবি। সঙ্গে লিখলেন, সুইৎজারল্যান্ডে পৌঁছে এটাই যদি না করলাম তো কি করলাম? দাভোসকে উপভোগ করছি।


https://twitter.com/iamsrk/status/955429331165040641

সুইৎজারল্যান্ডের স্কি রিসর্টে এদিনই উদ্বোধন হল ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের। আর এই সম্মেলনের সূচনা হয় বার্ষিক ক্রিস্টাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিশ্বের সার্বিক পরিস্থিতি উন্নয়নে যে সকল শিল্পীরা নিরন্তর দায়বদ্ধতা ও ভূমিকা পালন করেছেন, তাঁদের কৃতিত্বকে সম্মান জানানো হয় এই পুরস্কার দিয়ে।


এদিন বিখ্যাত গায়ক এল্টন জন ও হলিউড অভিনেত্রী কেট ব্লাঞ্চেটের সঙ্গে এক মঞ্চে পুরস্কার নেন বলিউড ‘বাদশা’। পুরস্কার পেয়ে শাহরুখ টুইট করে লেখেন, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ২৪ তম ক্রিস্টাল পুরস্কার পেয়ে সম্মানিত। এটা আমার অনুরাগীর জন্য..


https://twitter.com/iamsrk/status/955381454430588929

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের তরফে বলা হয়েছে, ভারতে মহিলা ও শিশু অধিকারের সমর্থনে তাঁর নেতৃত্বদানের জন্যই শাহরুখ খানকে এই বিশেষ সম্মান প্রদান করা হল। প্রসঙ্গত, অতীতে এই পুরস্কার বিজয়ীদের তালিকায় রয়েছেন—অমিতাভ বচ্চন, মল্লিকা সারাভাই, এ আর রহমান, শাবানা আজমি, রবি শঙ্কর এবং আমজাদ আলি খান।


https://twitter.com/iamsrk/status/955361329753202688