ভার্জিনিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র): ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপ ভানুয়াটু। ইউনাইটেড স্টেট অফ জিওয়লজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭, ভানুয়াটুর রাজধানী পোর্ট ভিলা থেকে প্রায় ২০৯ কিলোমিটার দূরে এই কম্পন ঘটেছে। তবে এ থেকে সুনামির আশঙ্কা খারিজ করে দিয়েছে তারা, যদিও প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতিরও খবর নেই। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অফ ফায়ারে’র অংশ এই ভানুয়াটু। ছোট বড় ভূমিকম্প এখানকার মানুষের নিত্যসঙ্গী।