রোম: দু মাসের মধ্যেই ভূমিকম্পের আতঙ্ক ফিরল ইতালিতে। কেঁপে উঠল রোম ও মধ্য ইতালির বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। কয়েক সেকেন্ডের কম্পনে তীব্র আতঙ্ক ছড়ায় ইতালিবাসীর মনে। বাড়ি ছেড়ে বাইরে পালিয়ে আসেন সবাই। রোম-সহ ইতালির ঐতিহাসিক সৌধগুলির ক্ষতির আশঙ্কা করা করা হচ্ছে। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর নেই।


এর আগে গত ২৪ অগাস্ট জোরাল ভূমিকম্পে তছনছ হয়ে যায় ইতালির বেশ কিছু এলাকা। অন্তত ২৯৮ জনের মৃত্যু হয়। ফের কম্পনে আতঙ্ক ছড়াল ইতালিতে। সেদেশের জাতীয় ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৪। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থাও একই কম্পনমাত্রার কথা জানিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মধ্য ইতালির মারচে প্রদেশের মাসেরাতা অঞ্চল। ভূগর্ভের ৯ কিমি গভীরে কম্পন হয়। সকাল ৭.১১ মিনিটে ভূমিকম্প হয়।