নয় সেকেন্ডের ভিডিওতে ওই ব্যক্তিকে ক্যালিফোর্নিয়ার সান্তাক্রজের বোনি ডুন সৈকতে সমুদ্রের ধারে প্রস্তরাবৃত উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। দু-এক সেকেন্ডের মধ্যেই একটি উঁচু ঢেউ ওই পাথর টপকে আছড়ে পড়ে। ঢেউয়ের ধাক্কায় ছিটকে গিয়ে সমুদ্রে পড়ে যান ওই ব্যক্তি। সৌভাগ্যক্রমে ক্যাল ফায়ার ও ক্যালিফোর্নিয়া স্টেট পার্ক রেঞ্জার্স তাঁকে উদ্ধার করে। আধিকারিকরা জানান, ওই ব্যক্তি সুস্থই রয়েছেন। তবে তাঁর শরীরে কিছু আঘাত লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ভিডিও শেয়ার করে সান্তা ক্রুজ কাউন্টি সতর্কবার্তা জারি করে। সৈকতে সতর্ক থাকার বিষয়টি নিয়ে সচেতন করেছে তারা।