ঢাকা বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ, দায় স্বীকার আইএস-এর
Web Desk, ABP Ananda | 25 Mar 2017 12:26 AM (IST)
ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে পুলিশের আউটপোস্টে আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে আটটা নাগাদ বিস্ফোরণটি হয়। পুলিশ সূত্রে খবর, হামলাকারী বছর তিরিশের এক যুবক। তার কোমরে বিস্ফোরক বোঝাই বেল্ট ছিল। হঠাৎই পুলিশ পোস্টের সামনে এসে বিস্ফোরণ ঘটায় ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় কোনও পুলিশকর্মী বা সাধারণ মানুষের আহত বা মৃত্যু হওয়ার খবর নেই।