রিয়াধ: সৌদি আরবের জেড্ডার পর এবার আত্মঘাতী বিস্ফোরণ মদিনা ও কাতিফ শহরে।

সংবাদ সংস্থা জানিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ কাতিফ শহরে একটি মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। পার্কিং লটের সামনে ওই বিস্ফোরণে আহত হয়েছেন দুই নিরাপত্তারক্ষী, নষ্ট হয়েছে বেশ কিছু গাড়ি। পুলিশ সূত্রের খবর, নিরাপত্তারক্ষীরা যখন ওই যুবককে চ্যালেঞ্জ করেন, তখনই নিজেকে উড়িয়ে দেয় সে।

অন্যদিকে, মদিনাতেও বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। এর আগে আজ সকালে আত্মঘাতী জঙ্গি হামলা হয় জেড্ডায় মার্কিন দূতাবাসের সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে করে এসে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি।

এর আগে ২০০৪-এ জেড্ডায় মার্কিন দূতাবাসে আল-কায়দার হামলায় চার বন্দুকবাজ-সহ ৯ জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার নেতৃত্বে জোটবাহিনীতে সামিল হওয়াতেই সৌদি আরবে পরপর হামলার ঘটনা ঘটছে।