ঢাকা: বাংলাদেশের সন্ত্রাস দমনকারী এলিট বাহিনী Rapid Action Battalion-এর ক্যাম্পে বিস্ফোরণ ঘটাল সন্দেহভাজন মানববোমা। বাহিনীর আইনি, মিডিয়া শাখার ডিরেক্টর মুফতি মাহমুদ খানকে উদ্ধৃত করে বিডি নিউজ বলেন, আত্মঘাতী হামলাবাজের টার্গেট ছিল আমাদের ক্যাম্প।

সেনা, পুলিশ, নৌ, বায়ুসেনার জওয়ানরা রয়েছেন এই সন্ত্রাসদমন বাহিনীতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাস দমন বাহিনীর জওয়ানরা ক্যাম্পের ভিতর স্নানঘরের বাইরে জড়ো হয়েছিলেন। আচমকা সেখানে হামলা চালায় মানববোমা। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয় সে নিজে, বাহিনীর দুই জওয়ান মারাত্মক জখম হন।
ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সন্দেহভাজন জঙ্গি আনুমানিক বছর ২৫-এর যুবক। সম্ভবত দেওয়াল টপকে সে ছাউনির ভিতরে ঢুকে পড়েছিল।
বাংলাদেশ গত সপ্তাহ থেকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালাচ্ছে। ৮০-র বেশি জঙ্গি ধরা পড়েছে বলে দাবি পুলিশের।
গতকালই চট্টগ্রামের সীতাকুন্ডায় অভিযান চালায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাসদমন, অন্তর্দেশীয় অপরাধ দমন ইউনিট। অভিযান চলাকালে গ্রেফতারি এড়াতে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় নয়া জেএমবি গোষ্ঠীর দুই সদস্য।

গত বছর ঢাকার অভিজাত কাফেতে হামলার পর থেকে বাংলাদেশে সন্ত্রাসবাদ ভয়াবহ বিপদ হয়ে উঠেছে।