পেশোয়ার: পাকিস্তানের মসজিদে আত্মঘাতী জঙ্গিহানায় মৃত ২৫। আহত অন্তত ২৯।
সংবাদসংস্থা সূত্রের খবর, এদিন আফগানিস্তান সীমান্ত-ঘেঁষা পাকিস্তানের আদিবাসী-অধ্যুষিত উত্তর-পশ্চিম অঞ্চলের মহমন্দ এজেন্সির অন্তর্গত আনবর তেহসিলের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
জানা গিয়েছে, সেই সময়ে সেখানে শুক্রবারের প্রার্থনা চলছিল। ফলে, মসজিদে প্রচুর মানুষের জমায়েত ছিল। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পাক পুলিশ জানিয়েছে, এক আত্মঘাতী জঙ্গি ‘আল্লাহু আকবর’ বলতে বলতে মসজিদে ঢুকে নিজেকে উড়িয়ে দেয়।
পাক প্রশাসনের দাবি, ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ২টো নাগাদ। সেই সময় প্রার্থনা চলছিল। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে নিরাপত্তাবাহিনী।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ২৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান।
এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
প্রসঙ্গত, এদিনই নাশকতা ও সন্ত্রাসবাদকে নির্মূল করার ডাক দিয়েছিলেন শরিফ। হামলার আগে পাক সেনাপ্রধান রহিল শরিফকে নিয়ে বৈঠক করেন নওয়াজ। সূত্রের খবর, সেখানে শেষ জঙ্গিকেও নিকেশ করা হবে বলে জানান পাক প্রধানমন্ত্রী।
তার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা পাকিস্তানের সার্বিক পরিস্থিতির চিত্রটা আরেকবার প্রকাশ্যে এনে দিল।
প্রার্থনার সময় পাক মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ২৫
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 06:37 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -