স্টকহোম: জুলিয়ান অ্যাসাঞ্জের আবেদন খারিজ। ২০১০ সালে দায়ের হওয়া ধর্ষণের অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, তা প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সুইডেনের আপিল আদালত আর্জি খারিজ করে গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছে।
ফলে নিজেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আটকে রাখা উইকিলিকস প্রতিষ্ঠাতা জনসমক্ষে আসার চেষ্টায় বড় ধাক্কাই খেলেন বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে আদালতের তরফে বলা হয়েছে, জুলিয়ন অ্যাসাঞ্জ এখনও অনুপস্থিত। আটক রয়েছেন। সেইসঙ্গে বলা হয়েছে, আমরা নিম্ন জেলা আদালতের এই মূল্যায়ণের সঙ্গে একমত যে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এখনও বহাল রয়েছে এবং তিনি আইনি প্রক্রিয়া, জরিমানা এড়িয়ে যেতে বা ফাঁকি দিতে পারেন, এহেন ঝুঁকি রয়েছে।
আবেদন খারিজ, অ্যাসাঞ্জের গ্রেফতারি পরোয়ানা বহাল সুইডেনের আদালতে
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2016 03:10 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -