কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ক্রিকেট স্টেডিয়ামের কাছে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হলেন এক পুলিশকর্মী সহ তিনজন। দু’জন পুলিশকর্মী পাঁচজন জখম হয়েছেন।

পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ বলেছেন, সেই সময় একটি ম্যাচ চলছিল। স্টেডিয়ামে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণে বহু মানুষকে হত্যা করাই ওই সন্ত্রাসবাদীর লক্ষ্য ছিল। তাকে স্টেডিয়ামের কাছেই নিরাপত্তা বেষ্টনীতে আটকানো হয়। পুলিশকর্মীরা তল্লাশি শুরু করতেই সে বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তারক্ষীরা নিজেদের জীবন বলি দিয়ে বহু মানুষের জীবন রক্ষা করেছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র ফরিদ হোতক বলেছেন, সব ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের আধিকারিকরা নিরাপদেই আছেন। বিস্ফোরণের পর কিছুক্ষণের জন্য খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ফের খেলা শুরু হয়।