'পরমাণু ঘটিত মহাবিপর্যয়' এড়ানো গিয়েছে, কিমকে 'প্রথম সাহসী পদক্ষেপ' নেওয়ার জন্য ধন্যবাদ ট্রাম্পের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2018 09:16 PM (IST)
NEXT
PREV
ওয়াশিংটন: কিম জং-উনের সঙ্গে তাঁর সম্মেলনকে অভূতপূর্ব বললেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, এই বৈঠকের জন্য 'পরমাণু ঘটিত মহাবিপর্যয়' এড়ানো গিয়েছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে নিজের দেশের জনগণের 'নতুন উজ্জ্বল ভবিষ্যতে'র কথা ভেবে 'প্রথম সাহসী পদক্ষেপ' নেওয়ার জন্য ধন্যবাদও দিয়েছেন তিনি।
গতকাল সিঙ্গাপুরে কিম-ট্রাম্প ঐতিহাসিক শীর্ষ বৈঠক শেষ হওয়ার পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন, আমেরিকার দিক থেকে নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি পাওয়া গেলে তিনিও পরমাণু অস্ত্র প্রয়োগের রাস্তা থেকে পুরোপুরি সরে আসবেন। পাল্টা ট্রাম্প দেশে ফেরার পথে বিমানে বসে একগুচ্ছ ট্যুইট করে তাঁকে ধন্যবাদ দেন। বলেন, সম্ভাব্য পরমাণু মহা-বিপর্যয় থেকে সরে গিয়ে এক বিরাট পদক্ষেপ করেছে বিশ্ব। ট্যুইট করেন, আর কোনও ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ, পরমাণু অস্ত্র পরীক্ষা বা গবেষণা নয়! পণবন্দিরা তাদের পরিবারের কাছে ফিরে গিয়েছেন। আপনাকে ধন্যবাদ, চেয়ারম্যান কিম, একটা ঐতিহাসিক দিন একসঙ্গে কাটল আমাদের।
চলতি বছরে এর আগে উত্তর কোরিয়া ঘোষণা করে, যেহেতু পরমাণু কর্মসূচি সংক্রান্ত যাবতীয় লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে, তাই তারা সব পরীক্ষা স্থগিত রাখছে। তারপর থেকে তারা দুটি পরীক্ষা কেন্দ্র বন্ধও করে দিয়েছে। ট্রাম্প গতকাল জানান, তৃতীয় একটি পরীক্ষা কেন্দ্রও, যেখানে মিসাইলের ইঞ্জিনের শক্তি খতিয়ে দেখা হয়, বন্ধ করে দেওয়া হবে বলে কিম তাঁকে জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরমাণু অস্ত্র ছেড়ে গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য, সম্পর্ক গড়লে উত্তর কোরিয়ার প্রাপ্তির শেষ নেই। চেয়ারম্যান কিমের সামনে একটা সুযোগ এসেছে যে তাঁকে সবাই মনে রাখবে এমন এক নেতা হিসাবে যিনি দেশের মানুষের জন্য নিরাপত্তা, সমৃদ্ধির এক নতুন যুগ এনেছেন। সিঙ্গাপুর সফরে সত্যিই বিস্ময়কর বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
এদিকে ট্রাম্প-কিম বৈঠকের ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও চিনের নেতৃত্বকে অবগত করতে প্রথমে সিওল, পরে বেজিং যাওয়ার জন্য রওনা হলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও।
ওয়াশিংটন: কিম জং-উনের সঙ্গে তাঁর সম্মেলনকে অভূতপূর্ব বললেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, এই বৈঠকের জন্য 'পরমাণু ঘটিত মহাবিপর্যয়' এড়ানো গিয়েছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে নিজের দেশের জনগণের 'নতুন উজ্জ্বল ভবিষ্যতে'র কথা ভেবে 'প্রথম সাহসী পদক্ষেপ' নেওয়ার জন্য ধন্যবাদও দিয়েছেন তিনি।
গতকাল সিঙ্গাপুরে কিম-ট্রাম্প ঐতিহাসিক শীর্ষ বৈঠক শেষ হওয়ার পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন, আমেরিকার দিক থেকে নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি পাওয়া গেলে তিনিও পরমাণু অস্ত্র প্রয়োগের রাস্তা থেকে পুরোপুরি সরে আসবেন। পাল্টা ট্রাম্প দেশে ফেরার পথে বিমানে বসে একগুচ্ছ ট্যুইট করে তাঁকে ধন্যবাদ দেন। বলেন, সম্ভাব্য পরমাণু মহা-বিপর্যয় থেকে সরে গিয়ে এক বিরাট পদক্ষেপ করেছে বিশ্ব। ট্যুইট করেন, আর কোনও ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ, পরমাণু অস্ত্র পরীক্ষা বা গবেষণা নয়! পণবন্দিরা তাদের পরিবারের কাছে ফিরে গিয়েছেন। আপনাকে ধন্যবাদ, চেয়ারম্যান কিম, একটা ঐতিহাসিক দিন একসঙ্গে কাটল আমাদের।
চলতি বছরে এর আগে উত্তর কোরিয়া ঘোষণা করে, যেহেতু পরমাণু কর্মসূচি সংক্রান্ত যাবতীয় লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে, তাই তারা সব পরীক্ষা স্থগিত রাখছে। তারপর থেকে তারা দুটি পরীক্ষা কেন্দ্র বন্ধও করে দিয়েছে। ট্রাম্প গতকাল জানান, তৃতীয় একটি পরীক্ষা কেন্দ্রও, যেখানে মিসাইলের ইঞ্জিনের শক্তি খতিয়ে দেখা হয়, বন্ধ করে দেওয়া হবে বলে কিম তাঁকে জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরমাণু অস্ত্র ছেড়ে গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য, সম্পর্ক গড়লে উত্তর কোরিয়ার প্রাপ্তির শেষ নেই। চেয়ারম্যান কিমের সামনে একটা সুযোগ এসেছে যে তাঁকে সবাই মনে রাখবে এমন এক নেতা হিসাবে যিনি দেশের মানুষের জন্য নিরাপত্তা, সমৃদ্ধির এক নতুন যুগ এনেছেন। সিঙ্গাপুর সফরে সত্যিই বিস্ময়কর বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
এদিকে ট্রাম্প-কিম বৈঠকের ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও চিনের নেতৃত্বকে অবগত করতে প্রথমে সিওল, পরে বেজিং যাওয়ার জন্য রওনা হলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -