ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়ায় তিনি হতবাক বলে জানালেন ইমরান খান। মার্কিন সফরে যাওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ওসাকায় কয়েক সপ্তাহ আগে তাঁদের সাক্ষাতে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আবেদন করেছিলেন এবং তিনি মধ্যস্থতা করতে পারলে খুশিই হবেন। ট্রাম্পের দাবি উড়িয়ে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাশ্মীর সহ ভারত, পাকিস্তানের মধ্যে অমীমাংসিত সব ইস্যুই দ্বিপাক্ষিক স্তরে আলোচনায় মীমাংসা করতে হবে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জায়গাই নেই। যদিও ভারতে ট্রাম্পের দাবি ঘিরে প্রবল শোরগোলের মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নেমে ওয়াশিংটনও পিছু হটে জানায়, ভারত ও পাকিস্তান, দুপক্ষ চাইলেই আমেরিকা সাহায্য করবে। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, পুরানো এই অবস্থানের কথাও ফের জানায় হোয়াইট হাউস। ট্রাম্পের বক্তব্যে জল ঢেলে দেয় তারা। আর এর মধ্যেই পাক প্রধানমন্ত্রী ট্যুইট করেন, তিনি ভারতের বক্তব্যে বিস্মিত। কাশ্মীর ইস্যু গত ৭০ বছর ধরে উপমহাদেশকে সমস্যায় রেখেছে বলে উল্লেখ করেন তিনি। ইমরান বলেন, যে কাশ্মীর সমস্যা উপমহাদেশের পরিস্থিতি ৭০ বছর ধরে জটিল করে রেখেছে, তার সমাধানে ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে ভারতের প্রতিক্রিয়া দেখে অবাক হলাম। কাশ্মীরের প্রজন্মের পর প্রজন্মের ক্ষতি হয়েছে, প্রতিদিন তারা কষ্ট পাচ্ছে, সংঘাতের সমাধান প্রয়োজন। প্রসঙ্গত, ২০১৬-য় পঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে পাকিস্তানে আশ্রয় পাওয়া সন্ত্রাসবাদীদের হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে আলোচনা বন্ধ রেখেছে ভারত। সন্ত্রাস আর আলোচনা, দুটো একসঙ্গে চলতে পারে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।