তিনি বলেছেন, কিছু কিছু দেশ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে জলজ্যান্ত প্রমাণ ভারতের কাছে রয়েছে। পাকিস্তানকে একঘরে করতে হবে।
পাকিস্তানের নাম না করে স্বরাজ বলেন, এমন কিছু দেশ রয়েছে তারা সন্ত্রাসবাদের ভাষায় কথা বলে, সন্ত্রাসবাদীদের লালনপালন করে এবং তারপর বিদেশে তাদের পাঠায়। সন্ত্রাসবাদীদের আশ্রয়দান ওই দেশগুলির কাছে একটা কৌশল হয়ে উঠেছে। এই দেশগুলিকে চিহ্নিত করতে হবে। যে দেশগুলিতে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদীরা অবাধে ঘুরে বেড়ায়, মিছিলে নেতৃত্ব দেয় এবং তাদের ঘৃণার কথা প্রচার করে, সেই দেশগুলিও সন্ত্রাসবাদীদের মতোই সমান দোষী। আন্তর্জাতিক ক্ষেত্রে ওই দেশগুলির কোনও জায়গা হতে পারে না।
স্বরাজ আরও বলেন, উরিতে আমাদের ওপর জঙ্গিরা হামলা চালালো। সন্ত্রাসের কারণে যে যন্ত্রণা হয়, তা আমরা বুঝি। আজ সবাইকে এ কথা স্বীকার করতে হবে যে, সন্ত্রাসবাদের অর্থই হল মানবাধিকার লঙ্ঘন।সন্ত্রাসবাদ দমনে মতভেদ ভুলে একজোট হতে হবে।
রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছিলেন, দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী নয় ভারত। এক্ষেত্রে পূর্বশর্ত চাপিয়ে দিচ্ছে নয়াদিল্লি। শরিফের এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন সুষমা। তিনি বলেছেন, ভারত দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এর বদলে ভারত পেয়েছে উরি ও পঠানকোট। তিনি প্রশ্ন তুলেছেন, ভারতের কোন পূর্বশর্তের কথা বলছেন শরিফ। এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণের আগে কি কোনও পূর্বশর্ত দেওয়া হয়েছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রসঙ্গ উত্থাপন করে ওই মন্তব্য করেন স্বরাজ।
স্বরাজ আরও বলেন, হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়ে দ্বিপাক্ষিক সার্বিক আলোচনা প্রক্রিয়া শুরুর জন্য তিনি রাজি হয়েছিলেন। তাঁর প্রশ্ন, এক্ষেত্রেও কি কোনও পূর্বশর্ত রাখা হয়েছিল?
মোদী যখন ঝটিতি সফরে ইসলামাবাদে গিয়েছিলেন, তখনও কি কোনও আগাম শর্ত দেওয়া হয়েছিল?