নিউ ইয়র্ক: সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বক্তৃতার অপেক্ষায় দেশবাসী। এই মঞ্চ থেকে সুষমা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বক্তৃতার মুখের মত জবাব দেবেন বলে খবর। সুষমার ভাষণের সিংহভাগ জুড়ে থাকবে উরি সেনাছাউনি সন্ত্রাস। পাকিস্তানের ভালমানুষির মুখোশ খুলে দিয়ে তিনি আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানাবেন, তাদের ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ আখ্যা দিতে।
কোঝিকোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর বিদেশমন্ত্রীর কাজ, দিল্লির সেই অবস্থানকে আন্তর্জাতিক জগতের সামনে তুলে ধরা। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে কঠোর আক্রমণ করেন, সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে তাদের বিচ্ছিন্ন করে দেওয়ারও হুমকি দেন। পাকিস্তানের প্রতি এবার দিল্লির রাষ্ট্রপুঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চে হামলা শানানোর কথা।
এর আগে রাষ্ট্রপুঞ্জে নিজের বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে ‘তরুণ নেতা’ আখ্যা দেন। সুষমা সেই বয়ানের কড়া বিরোধিতা করবেন। রাষ্ট্রপুঞ্জের ভারতীয় মিশন অবশ্য ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছে শরিফের অভিযোগ। পাকিস্তানকে সন্ত্রাসের আইভি লিগ আখ্যা দিয়ে তারা বলেছে, প্রাচীন জ্ঞানের কেন্দ্র তক্ষশিলাকে গোটা বিশ্বের সন্ত্রাসবাদীদের মিলনক্ষেত্রে পরিণত করেছে পাকিস্তান।
অসামান্য বক্তা সুষমার বয়ানও এমনই তীক্ষ্ণ ও সুনির্দিষ্ট হবে বলে ভারতীয় কূটনৈতিক মহল আশা করছে।
সোমবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে আক্রমণ করে ভাষণ দেবেন বিদেশমন্ত্রী, অপেক্ষায় গোটা দেশ
ABP Ananda, Web Desk
Updated at:
26 Sep 2016 11:21 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -