কাবুল:  আফগানিস্তানের সেনা শিবিরে জঙ্গি হানা। মৃত অন্তত ৪৩ সেনা। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, জঙ্গি হানায় কান্দাহার প্রদেশের ওই সেনা শিবিরটি কার্যত নিশ্চিহ হয়ে গিয়েছে। মন্ত্রকের মুখপাত্র দৌলত ওয়াজির বলেছেন, গতকালের ওই হামলায় দুটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেনাদের সঙ্গে জঙ্গিদের বেশ কয়েক ঘন্টা গুলি বিনিময় চলে। ওয়াজির জানিয়েছেন, ঘটনায় আরও ১০ সেনা গুরুতর জখম হয়েছেন। নিখোঁজ ছয়জন।

তালিবান এই হামলার দায় স্বীকার করেছে। গত বুধবারই বালখ প্রদেশে তালিবান জঙ্গিদের হামলায় ছয় পুলিশ কর্মীর মৃত্যু হয়েছিল। প্রদেশের পুলিশ প্রধান শির জন দুরানি এ কথা জানিয়েছেন।

২০১৪-র শেষের দিকে আমেরিকা ও ন্যাটো বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের কমব্যাট মিশন সমাপ্ত ঘোষণা করার পর তালিবান জঙ্গিদের মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে আফগান বাহিনীকে।

গত মঙ্গলবারই আফগানিস্তানে একের পর এক পুলিশ ও সরকারি অফিসে আত্মঘাতী হামলা চালায় তালিবান। এতে ৭৪ জনের মৃত্যু হয় বলে সরকারি সূত্রে খবর। নিহতদের মধ্যে একজন প্রাদেশিক পুলিশ  বাহিনীর প্রধানও রয়েছেন। সরকারের পক্ষ থেকে গত মঙ্গলবারের হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করা হয়েছে।