কাবুল: ফের কাবুলে বিস্ফোরণ। নর্থগেটে বিদেশি পর্যটকদের হোটেলে বিস্ফোরক বোঝাই ট্রাকে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় আফগানিস্তানের রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির বেহাল দশার বিষয়টি আরও একবার প্রকাশ্যে এল। গত ১৫ বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এভাবেই যুঝতে হচ্ছে কাবুলকে।

এদিনের হামলায় হোটেলের অতিথি ও কর্মীদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু এক পুলিশ কর্মীর মৃত্য হয়েছে।

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে, সেনাঘাঁটির খুব কাছে এই বিস্ফোরণের তীব্রতায় কয়েক কিলোমিটার দূরত্বের জানালার কাচ ভেঙে যায়। এই হামলার দায়স্বীকার করে তালিবান দাবি করে, শতাধিক মার্কিন পর্যটকের মৃত্যু হয়েছে। যদিও সরকার এই দাবি সত্যতা খারিজ করে দিয়েছে। বিস্ফোরণের পরেই গোটা এলাকা ঘিরে ফেলে আফগান পুলিশ। সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা।

উল্লেখ্য, ২০১৩-তে এই হোটেল চত্বরেই হামলা চালিয়েছিল তালিবান।

চলতি মাসে জঙ্গি সংগঠন আইএসের জোড়া বিস্ফোরণে রক্তাক্ত হয়েছিল কাবুল। প্রায় ৮০ জনের মৃত্যু হয়েছিল। ২০০১-এ তালিবান ক্ষমতাচ্যূত হওয়ার পর কাবুলে এত ভয়ানক হামলা আর হয়নি।